নব গঠিত নরসিংদী জেলা যুবদলের কমিটিকে অবৈধ দাবি করে এর প্রতিবাদে ঝাড়ু মিছিল করেছে নরসিংদী জেলা যুবদলের একাংশ। রবিবার বিকালে শহরের চিনিশপুর গ্যাস অফিস থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় ঘুরে পুনরায় গ্যাস অফিসের সামনে এসে শেষ হয়।
মিছিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, যুবদল সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে শ্লোগান দেন নেতাকর্মীরা।
গত শুক্রবার যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু জেলা যুবদল আহ্বায়ক মহসিন হোসাইন বিদ্যুৎকে সভাপতি, যুগ্ম আহ্বায়ক হাসানুজ্জামান সরকারকে সাধারণ সম্পাদক ও মোকারম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে নরসিংদী জেলা কমিটি ঘোষণা করেন। নব ঘোষিত কমিটিতে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হয়নি দাবি করে এই কমিটি বাতিল করে পুণরায় কমিটি ঘোষণার দাবি জানান পদবঞ্চিত নেতাকর্মীরা।