এম,এ কাদের অপু, কুমিল্লা দঃ জেলা প্রতিনিধিঃ শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষরা হলেন মানুষ গড়ার কারিগর। এই কথারি উদাহরন যেনো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানাধীন পায়েরখোলা রাবেয়া স্মৃতি বেগম রৌশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়। পায়ের খোলা বালিকা উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সনের এসএসসি পরীক্ষায় শতভাগ পাশকে কেন্দ্র করে ইতিহাস গড়েছে এই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার ফলাফলা। ২০১৭ সালেও যে বিদ্যালয় থেকে একজন শিক্ষার্থী ও পাশ করতে পারে নাই সেই বিদ্যালয়ে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার ফলাফল ১০০% হওয়ায় শিক্ষক ও ছাত্রীদের মাঝে জ্বালিয়ে দিলো দারুন এক আশার আলো।
২০১৭ সালের ফলাফলে একজন পরীক্ষার্থী ও পাশ না করার কারনে ততকালিন প্রধান শিক্ষককে বাদ দিয়ে গত ২১-১০-২০১৭ ইং তারিখে মোঃ সফিউল্লাহ কে প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি। এই সফিউল্লাহ যেনো সামান্য কয়েকদিনেই বিদ্যালয়ের ভাগ্য তৈরী করে দেন নিজ হাতে। নবনিযুক্ত প্রধান শিক্ষক সফিউল্লাহ অক্লান্ত পরিশ্রম করে ছাত্রীদের কে ১০০% পাশের নিশ্চয়তা দিয়ে শুরু করা সেই পরিশ্রমই এনে দেয় ২০১৮ সালের পরীক্ষার্থীদের শতভাগ ফলাফল।
ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা যেমন খুশিতে আত্বহারা সাথে এই খুশির জোয়ারে ভাসতে বাকি নাই ম্যানেজিং কমিটির সকল সদস্য থেকে শুরু করে কুমিল্লার গর্ব, কুমিল্লার অহংকার বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয়ের মন্ত্রী মুজিবুল হক ও কিন্তু এই খুশি থেকে দূরে নাই। কুমিল্লা ১৪গ্রামের ছেলে রেলমন্ত্রী মুজিবুল হক খুশি হয়ে বিদ্যালয়ের এই ফলাফলে মিষ্টি বিতরন করেন এবং প্রধান শিক্ষক সফিউল্লাহ কে শুভেচ্ছা জানান ও আগামীতে আরো সাফল্য এনে দেওয়ার জন্য উৎসাহ দেন।
A.M.D, MTB ব্যাংক কর্মকর্তা ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আবুল হাশেম, সদস্য আবু বকর সিদ্দিক, ইয়াসিন মিয়াজী, লিয়াজুল আলম মজুমদার, জয়নাল আবেদীন পাটোয়ারী, আবদুল করিম, আবদুর রহমান চৌধুরী বিপ্লব এর সহযোগীতা ও প্রধান শিক্ষক কে দেওয়া সুন্দর পরামর্শের কারনে আজ বিদ্যালয়ে এনে দেয় এই সম্মান।
সফিউল্লাহ প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ পাওয়ার পর তিনি শিক্ষক, কর্মচারী, অভিভাবক, শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সকল সদস্যদের সাতে সব সময় যোগাযোগ অব্যাহত রেখে শত ভাগ ফলাফল নিয়ে পরীক্ষার্থীদের পাশ করার লক্ষ নিয়ে ছাত্রীদের লেখা পড়া থেকে শুরু করে রাত্রিকালিন হোম ভিজিট করার নতিজাও কিন্তু দারুন সু-নাম এনে দেন প্রধান শিক্ষন সফিউল্লাহ কে।
৩২ জন্য পরীক্ষার্থীর মাঝে ৩২ জনই পাশ কে কেন্দ্র করে এক নতুন সাফল্য এনেদেন অত্র বিদ্যালয়ের ছাত্রী ও অভিভাবকদের। বিদ্যালয়ে মোট ২৫২ জন্য শিক্ষার্থী থাকলেও সবাইকেই এই ফলাফলের আওতায় আনার অঙ্গিকার করেন সফিউল্লাহ।
রেলপথ মন্ত্রী মুজিবুল হকের এই মিষ্টি বিতরন কে অত্যান্ত আনন্দ দেন সকলকেই। আগামীতে বিদ্যালয়ের প্রতি আরো নেক দৃষ্টি ও সহযোগীতা করার জন্য অনুরোধ জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ সহ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, ছাত্রী ও সংশ্লিষ্ট সকলই। সর্বস্তরের সকলের সহযোগীতা ও দোয়া কামনা করেন অত্র পায়ের খোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিউল্লাহ।