বরিশাল অফিস: স্থানীয় সূত্রে জানা যায় পূর্বের জের ধরে বরিশাল মহানগরীর ইসলাম পাড়া সড়কের বাসিন্দা মৃত- হানিফ মুন্সির ছেলে আব্দুর রহিম (২০) কে কুপিয়ে আহত করলেন স্থানীয় সন্ত্রাস যুবায়ের, দেলোয়ার, আয়শা, আরো ৫-৭ জন মিলে বুধবার সন্ধ্যা ৮টার দিকে ইসলাম পাড়া, সড়কের, আব্দুর রহিম তার নিজ বাড়ির যাওয়ার পথে দেলোয়ার সন্ত্রাস বাহিনী দিয়ে কুপিয়ে আহত করেন। স্থানীয় কিছু লোকজন জরো হলে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। স্থানীয় লোকজন মিলে আহত রহিমকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে, রহিম এখন সার্জারী বিভাগে ভর্তি আছেন। ভর্তির ফরম নং-৮৬০১৩, বহি: টিকেট নং-৭৬৯। আহত রহিম ভর্তি ফরম সূত্রে জানা যায় আহত রহিমের ১২-১৫টি মাথায় সেলাই দেয়। এখন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শেবাচিম হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় আছেন। সূত্রে আরো জানা যায় আহত রহিম এর বড় বোন কাকলী বেগম বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করার জন্য যায়। ভর্তি ফরম সূত্রে জানা যায় এটি একটি পুলিশ কেস বলে জানান। ……….চলবে।