মৌলভীবাজার কমলগঞ্জের শমসের নগরে নির্মাণাধীন ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে মিছির মিয়া (১৮) এবং সায়িব আলী (২৪) নামে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাঁচপীর ঝালাই গ্রামের মিছির মিয়া এবং সায়িব আলী কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের পাঁচপীর ঝালাই গ্রামের বাসিন্দা। জানা যায়, শমসের নগর সবুজবাগ আবাসিক এলাকার আবু বকর প্যালেস নামে ওই ভবনের চতুর্থতলায় কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এসময় দুই শ্রমিককে উদ্ধার করে কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফাহমিদা ফারহানা খান তাদের মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম মুছা।