চলতি সপ্তাহেই শুরু হচ্ছে রাশিয়া বিশ্বকাপ। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আগামী ১৪ জুন রাশিয়া ও সৌদি আরবের মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের ২১তম আসর। উদ্বোধনী ম্যাচে উপস্থিত থাকবেন স্বাগতিক দেশ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
বিশ্বকাপে অংশ নিতে কয়েকটি দল ইতোমধ্যে রাশিয়া পৌঁছেছে। বিশ্বকাপের খেলা উপভোগ করতে বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ ফুটবলপ্রেমী রাশিয়ায় যাবেন। বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী সকল দল এবং ফুটবল ফ্যান যারা রাশিয়ায় যাবেন সকলকে ভিডিও বার্তার মাধ্যমে স্বাগত জানিয়েছেন ভ্লাদিমির পুতিন।
ভিডিও বার্তায় ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘সকল ফুটবল ফ্যান এবং বিশ্বের সেরা ফুটবল দলগুলোকে রাশিয়ায় স্বাগতম। যারা ইতোমধ্যে রাশিয়ায় পৌঁছেছে এবং যারা আসবেন সকলকে আমি স্বাগত জানাই। সেরা ফুটবল পরিবারের প্রতিনিধিদের অভ্যর্থনা জানানো আমাদের জন্য সম্মানের ও আনন্দের।’
তিনি আরো বলেন, ‘আশা করি রাশিয়ায় আপনাদের অবিস্মরণীয় একটি অভিজ্ঞতা হবে। এখানে আপনারা শুধু আপনাদের প্রিয় দলের ম্যাচ দেখবেন না বা খেলোয়াড়দের প্রশংসা করবেন না। আপনারা রাশিয়া সম্পর্কেও জানতে পারবেন। আপনারা রাশিয়ার পরিচয়, সংস্কৃতি, ইতিহাস, প্রাকৃতিক বৈচিত্র্য সম্পর্কে জানবেন।’
রাশিয়ার প্রেসিডেন্ট বলেন, ‘রাশিয়ার মানুষ অতিথিপরায়ণ, আন্তরিক ও বন্ধুসুলভ। আমরা আমাদের সেরাটা দিয়ে সবকিছু করার চেষ্টা করেছি। সকল অতিথি, অ্যাথলেট, স্টাফ এবং অবশ্যই ফ্যানরা যাতে করে সবকিছুতে স্বাচ্ছন্দ্য পায় সেই লক্ষ্যেই আমরা সবকিছু করেছি। আমরা আমাদের দেশ ও হৃদয়কে বিশ্বের কাছে খুলে দিয়েছি।’