আগামী ১৪ই জুন পর্দা রাশিয়ায় পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের ২১তম আসরের। তারপরেই বিশ্বসেরা হওয়ার প্রতিযোগিতায় ছুটবে বিশ্বের ৩২টি দল। এর আগে কয়েকটি প্রীতি ম্যাচ খেলবে অংশগ্রহণকারী দলগুলো।
বুধবার প্রীতি ম্যাচে হাইতির বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বুয়েন্স আইরেসে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় সকাল ৫টায়।
নিজেদের প্রথম প্রীতি ম্যাচে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামার ঘোষনা দিল আর্জেন্টিনা। ইতিমধ্যে আর্জেন্টিনার বিশ্বকাপের নিয়মিত একাদশে নিজের জায়গা ও পোক্ত করে নিয়েছেন হিগুয়াইন। তাছাড়া নিয়মিত সার্জিও রোমেরোর বদলে গোলরক্ষকের ভূমিকায় দেখা যাবে ৩৫ বছর বয়সী কাবায়েরোকে।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
কাবালেরো(গোলরক্ষক), আনসালদি, মারকাদো/ওতামেন্দি, ফাজিও, তাগলিয়াফিকো, মাচেরানো, লো সেলসো, লানজিনি, লিওনেল মেসি, ডি মারিয়া, হিগুয়েইন।