রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পুনরায় জয়ী হওয়ায় ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিনন্দন জানিয়েছেন। রবিবার চতুর্থবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হন পুতিন। দুই দিন পর মঙ্গলবার ট্রাম্প পুতিনকে ফোন করে কথা বলেন ও অভিনন্দন জানান।
ফোনালাপে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র প্রতিযোগিতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু আমাদের (দুই দেশের) যা আছে কাউকে আমরা কখনো তার কাছাকাছি আসতে দিবো না।’
পুতিনকে ট্রাম্প জানান, দুই দেশের মধ্যে অস্ত্র প্রতিযোগিতা, ইউক্রেন ও সিরিয়ার বিষয়ে আলোচনার জন্য নিকট ভবিষ্যতে তিনি (ট্রাম্প) পুতিনের সঙ্গে মিলিত হতে পারেন।
পশ্চিমা নেতাদের মধ্যে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মের্কেল পুতিনকে শুভেচ্ছা জানান। নির্বাচনে জয়ের একদিন পর সোমবার তিনি পুতিনকে ‘উষ্ণ অভিনন্দন’ জানান। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশন প্রধান জ্য ক্লদ জাঙ্কার, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পুতিনকে অভিনন্দন জানিয়েছেন।
তবে পুতিনের সঙ্গে ফোনালাপে ট্রাম্প সপ্রতি পশ্চিমা দেশগুলোর সঙ্গে মস্কোর উত্তেজনা দেখা দেয়া কয়েকটি বিষয়ে কোনো কথাই বলেননি। লন্ডন-মস্কো পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কারের ব্যাপার নিয়ে কোনো শব্দ উচ্চারণ করেননি ট্রাম্প।
প্রসঙ্গত, পুনরায় রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে পুতিন আরো ছয় বছরের জন্য রাশিয়াকে নেতৃত্ব দেবেন। নির্বাচনে শক্ত কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় পুতিন ৭৬ শতাংশেরও বেশি ভোট পান।
নির্বাচনে পুতিনের প্রধান প্রতিদ্বন্দ্বী আলেক্সি নাভালনি দুর্নীতির দায়ে অভিযুক্ত হওয়ায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। সূত্র : বিবিসি, দ্য গার্ডিয়ান