ত্রিদেশীয় সিরিজে লিগ পর্বের শেষ ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে আগেই ফাইনাল নিশ্চিত করা বাংলাদেশ। ফলে ম্যাচটি নিয়মরক্ষার হলেও জয়ের প্রত্যয় নিয়েই মাঠে নামবে টাইগাররা। অন্যদিকে, এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের সামনে। কারণ বড় ব্যবধানে হারলেই বিদায় নিতে হবে হাথুরুসিংহের শিষ্যদের। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১২টায়।
বাংলাদেশ একাদশ (সম্ভাব্য):
১. তামিম ইকবাল ২. এনামুল হক বিজয় ৩. সাকিব আল হাসান ৪. মুশফিকুর রহিম (উইকেটরক্ষক) ৫. মাহমুদউল্লাহ রিয়াদ ৬. সাব্বির রহমান ৭. নাসির হোসেন ৮. মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক) ৯. আবুল হাসান ১০. মুস্তাফিজুর রহমান ১১. রুবেল হোসেন।