সাগর খান:
হবিগঞ্জ জেলা কারাগারে আব্দুল হাকিম (৫০) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে তিনি মারা যান।
আব্দুল হাকিম আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের আব্দুল ওয়াহাবের ছেলে। তিনি একটি সংঘর্ষের মামলার আসামি ছিলেন। হাকিমের কয়েদি নম্বর ৭৬৫৬।হবিগঞ্জ জেলা কারাগারের সুপার মো. গিয়াস উদ্দিন জানান, গতকাল দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন হাজতি আব্দুল হাকিম। সঙ্গে সঙ্গে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়।