রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে শুক্রবার ব্রাজিলকে হারিয়েছে বেলজিয়াম। দারুণ লড়াই করেও লুকাকুদের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে আসর থেকে বিদায় নিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে এই হারের পরও দুর্দান্ত খেলা বেলজিয়ামের প্রশংসায় করতে ভুল করলেন না ব্রাজিল কোচ তিতে।
হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে রাশিয়ায় পা রাখে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তারকায় পরিপূর্ণ দলটি নিজেদের নামের প্রতি সুবিচার করেই এসেছে কোয়ার্টার ফাইনালে। আগের চার ম্যাচে সাত গোল দিয়ে হজম করেছে মাত্র একটি গোল। শেষ আটের লড়াইয়েও বেলজিয়ামের চেয়ে স্বাভাবিক ভাবে এগিয়ে ছিল তিতের শিষ্যরা। তবে কোয়ার্টার ফাইনালে নেইমার-কুতিনহোদের স্বপ্ন সত্যি হলো না।
দারুণ খেলা বেলজিয়াম বন্দনায় তিতে বলেন,‘দারণ একটা ম্যাচ ছিল। আমরা অনেক সুযোগ পেয়েছিলাম কিন্তু সুযোগ ব্যবহারের দিক দিয়ে বেরজিয়াম আমাদের চেয়ে কার্যকর। তাদের শীর্ষ মানের ফুটবলার আছে যে কারণে ফিনিশিংটাও দারুণ ভাবে করলো।