সাকিব-তামিমের অসামান্য পারফরম্যান্সে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের ইতিহাস গড়া জয় পেয়েছে বাংলাদেশ। ৮৪ রানের নান্দনিক ইনিংস খেলা তামিম টেস্ট, ওয়ানডে ও টি-২০ তিন ফরম্যাট মিলিয়ে ১১ হাজার রানের ক্লাবে নাম লিখেছেন। ৬৭ রানের প্রত্যয়ী ইনিংস খেলা সাকিবও তিন ফরম্যাটের ক্রিকেটের ১০ হাজারি ক্লাবে নাম লিখেছেন।
তারপরও আক্ষেপ ঝরল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে, জয় কিংবা পরাজয়, সব থেকেই কিছু না কিছু শেখার থাকে। এই যেমন তামিম সেঞ্চুরিটা করতে পারতো। কিন্তু ৮৪ রান করে সে আউট হয়ে গেছে। ব্যাটসম্যানরা দুর্দান্ত ব্যাটিং করেছে। আপ টু দ্য মার্ক ছিল; কিন্তু একটা সেঞ্চুরিও এলো না!