২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। সেই ফাইনালে সেঞ্চুরি করে সবার দৃষ্টি কেড়ে নেন ভারতের মনজোত কালরা। তার এ অসাধারণ পারফরম্যানসের জন্য সেই বছরই বিপিএলেও ডাক পান তিনি। তবে এবার বয়স বিতর্কে জড়িয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন আলোচিত কালরা। দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে।
২০১৮ বিশ্বকাপের বছরই কালরার বয়স নিয়ে কানাঘুষা তৈরি হয়েছিল। বয়সের প্রমাণপত্র নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। বিভিন্ন টুর্নামেন্টে খেললেও সঠিক বয়স নিয়ে নিজেকে অভিযোগমুক্ত করতে পারেননি কালরার।
তবে এবার আর তিনি বিপিএলেও খেলতে পারছেন না। বিভিন্ন বিতর্কের জন্ম দিয়ে এরই মধ্যে বেশিরভাগ সময়ই মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। গেল বছর দুটি টি-টোয়েন্টি ম্যাচে অংশ নিয়ে সর্বোচ্চ ১৩ রানের বেশি করতে পারেননি তিনি।
তবে কালরারের এ নিষিদ্ধ শুধুমাত্র বয়সভিত্তিক টুর্নামেন্টের জন্য। তাই তার এখন স্বপ্ন সিনিয়র পর্যায়ে খেলা। সেখানে খেলেই তিনি নিজের জাত চেনানোর ভাবনাই আছেন।