1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
মাদারীপুরে খাসেরহাট নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ঐতিহ্যবাহী বাজার ও খাদ্য গুদাম হুমকিতে পীরগঞ্জে ইউএনও খাদিজা বেগমের দৃঢ় নেতৃত্বে সুষ্ঠু নিয়োগ পরীক্ষা সম্পন্ন অভিযোগ গুজব ভিত্তিহীন, অসাধু মহলের ষড়যন্ত্র ব্যর্থ উত্তরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধন পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী বদরুদ্দীন উমরের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক মেসির রেকর্ড ভাঙলেন রোনালদো প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত, চালু হচ্ছে মিড ডে মিল: গণশিক্ষা উপদেষ্টা লেখক, গবেষক ও বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই বাংলাদেশে অস্থিতিশীলতার ঝুঁকি, সমাধান সুষ্ঠু নির্বাচনেই: কুগেলম্যান ঢাকার আকাশে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

চ্যাম্পিয়ন্স লিগ: মূল পর্বে নতুন চার দল, ড্র হবে কাল

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

খেলাধুলা ডেস্ক:  উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের এবারের আসরের ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল বৃহস্পতিবার রাতে। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোয় অনুষ্ঠিত হবে এই ড্র। প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।

মোট ৩৬ দলের অংশগ্রহণে এবারও থাকছে না গ্রুপ পর্ব, খেলা হবে লিগ ফরম্যাটে। যেখানে প্রতিটি দল খেলবে ৮টি ভিন্ন প্রতিপক্ষের সঙ্গে। প্রতিপক্ষ নির্ধারণ হবে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে। বিশ্বের সেরা ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে মুখিয়ে আছে অগণিত ফুটবল সমর্থক।

প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ খেলার যোগ্যতা অর্জন করেছে নতুন চার দল—সাইপ্রাসের পাফোস এফসি, নরওয়ের বোডো, কাজাখস্তানের কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। এ ছাড়াও বাকি তিনটি দল বাছাইপর্ব থেকে মূল পর্বে জায়গা করে নিয়েছে। এদিকে, লিগ পারফরম্যান্সের ভিত্তিতে আগেই নিশ্চিত হয়েছে ২৯টি ক্লাব।

মোট চারটি পট থাকবে ড্রয়ে, র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে যেখানে প্রতিটি পটে ৯টি করে থাকবে মোট ৩৬ দল। লিগ পর্বে প্রতিটি দল খেলবে ৮টি ভিন্ন দলের বিপক্ষে—যার মধ্যে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ। সেই আট দল কারা, তা নির্ধারণ হবে এই ড্রতে বিশেষ এক সফটওয়্যারের মাধ্যমে। প্রথম পট থেকে ম্যানুয়ালি একটি বল তোলা হবে, যেখানে থাকবে একটি দলের নাম। সঙ্গে সঙ্গেই সেই সফটওয়্যার জানিয়ে দেবে ওই দল কাদের পাচ্ছে প্রতিপক্ষ হিসেবে। এমনকি হোম-অ্যাওয়ে ম্যাচের বিষয়টিও জানা যাবে সফটওয়্যারের মাধ্যমেই।

পটে থাকা দলগুলো প্রতি পট থেকে দু’টি করে প্রতিপক্ষ পাবে। তবে একই দেশের ক্লাবগুলো একে অপরকে প্রতিপক্ষ হিসেবে পাবে না। সেই সঙ্গে প্রতিটি দল অন্য যেকোনো দেশের সর্বোচ্চ দুটি দলের বিপক্ষে খেলার সুযোগ পাবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews