1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৪ জুলাই ২০২৫, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ইউক্রেনে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ছাত্রদলের বিক্ষোভ মিছিলে উত্তাল রাজধানী শেরপুরে মাইক্রোবাসের চাপায় ২ শিক্ষার্থী নিহত, আহত ১ সোহাগ ওরফে লাল চাঁদকে নিয়ে ভারতীয় গণমাধ্যমে মিথ্যা খবর প্রকাশ : প্রেস উইং যে কারণে নারী-কেন্দ্রিক গল্পে ঝুঁকছেন ডাকোটা জনসন ঝিনাইদহের সীমান্তে বিএসএফের গুলিতে নিহতের মরদেহ ফিরে পেয়েছে পরিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ জোরপূর্বক ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না : নাহিদ ইসলাম যুক্তরাষ্ট্রে মারাত্মক মাদক ফেন্টানিল প্রবাহের জন্য চীন দায়ী ! জ্যেষ্ঠতার ভিত্তিতে প্রধান বিচারপতি নিয়োগ, একমত সকল রাজনৈতিক দল

অভিনেতা নীতিন চৌহানের রহস্যজনক মৃত্যু

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বিনোদন ডেস্ক : টেলিভিশন অভিনেতা নীতিন চৌহান মারা গেছেন। রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জিতে আলোচনায় আসা এই অভিনেতা মাত্র ৩৫ বছর বয়সেই পাড়ি জমালেন না ফেরার দেশে। গতকাল শুক্রবার সকালে মুম্বাইয়ে মৃত্যু হয়েছে অভিনেতার।

নীতিনের বন্ধু কুলদীপ টাইমস অফ ইন্ডিয়াকে জানান, গতকাল শুক্রবার সকালেই জানতে পারি। ওর বাবা ও বোন আমাকে বিষয়টা ফোন করে জানান। ওরা এই মৃত্যুকে আত্মহত্যা বলেই উল্লেখ করেছেন। তবে আমি শুনে অবাক। কারণ, আগামী মাসেই দিল্লিতে আসার কথা ছিল নীতিন চৌহানের। আমাদের একসঙ্গে খাটু শ্যামজির মন্দিরে যাওয়ার পরিকল্পনা ছিল।’ কুলদীপ আরও জানান, ‘আমি নীতিনের জীবনের সঙ্গে জুড়ে রয়েছি। আমাদের অনেক স্মৃতি রয়েছে। আগামী মাসে আমাদের একসঙ্গে রাজস্থান যওয়ার পরিকল্পনাও ছিল।’

এদিকে নীতিন চৌহানের মৃত্যতে তার আত্মার শান্তি কামনা করে ইনস্টাগ্রাম স্টোরিতে একটা পোস্ট করেন তার বন্ধু, অভিনেতা সুদীপ সাহির। লেখেন, ‘বন্ধু, শান্তিতে বিশ্রাম নিন’। অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অভিনেত্রী বিভূতি ঠাকুর। তিনিও নিজের ইনস্টাগ্রামে নীতিনের সঙ্গে একটা ছবি শেয়ার করেন এবং লেখেন, ‘শান্তিতে বিশ্রাম নিন, আমার প্রিয়। আমি সত্যিই মর্মাহত এবং দুঃখিত। যদি আপনি সমস্ত শক্তি দিয়ে সমস্যা মোকাবিলা করতেন তাহলে ভালো হত।’ অভিনেত্রী সায়ন্তী ঘোষও অভিনেতা বন্ধুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। অভিনেতা নীতিন চৌহানের জন্ম উত্তর প্রদেশের আলিগড়ে। তিনি রিয়েলিটি শো ‘দাদাগিরি ২’ জয়ের পর থেকে খ্যাতি অর্জন করেন।

জিন্দেগি ডট কম, ক্রাইম পেট্রোল এবং ফ্রেন্ডস-এর মতো সিরিজেও দেখা গিয়েছিল তাকে। তবে সর্বশেষ তিনি ২০২২ সালে ‘তেরা ইয়ার হুঁ’তে অভিনয় করেছিলেন। পরবর্তী সময় এমটিভি স্প্লিটসভিলা, ক্রাইম পেট্রোলের মতো একাধিক শোয়ে দেখা গিয়েছেন তাকে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews