1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

ইন্টার মায়ামির অনেক খেলোয়াড়ের চেয়েও বেশি পারিশ্রমিক মেসির দেহরক্ষীর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

খেলাধুলা ডেস্ক: লিওনেল মেসির নিরাপত্তার পেছনে বছরে প্রায় ৫০ কোটি টাকা ব্যয় করছে মার্কিন ফুটবল ক্লাব ইন্টার মায়ামি। কেবলমাত্র মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চিউকো’র জন্যই ৩ মিলিয়ন পাউন্ড খরচ করছে ক্লাবটি। যে কারণে ইন্টার মায়ামির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া কর্মচারিতে পরিণত হয়েছেন এই বডিগার্ড। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কড়া নিয়ম পালনের জন্য আলাদা পরিচিতি লাভ করেছেন চিউকো।

মূলত, এলএম টেনের ছায়াসঙ্গী হিসেবে এরই মধ্যে পরিচিতি পেয়েছেন চিউকো। মেজর লিগ সকারের (এমএলএস) দল ইন্টার মায়ামিতে মেসির ব্যক্তিগত সহকারী হিসেবে সকলের নজরে আসেন সাবেক এই নেভি সিলের সদস্য।

যেখানে কোন বিপদ কিংবা অস্বাভাবিক কিছু টের পান সেখানেই যেন উপস্থিত চিউকো। মেসির নিরপত্তায় যেকোনো পরিস্থিতিতেই হাজির তিনি। পেশাদারিত্বের জন্য রয়েছে বেশ নাম-ডাক। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কড়া নিয়ম পালনের জন্য পরিচিত নেভি সিলের প্রশিক্ষণপ্রাপ্ত এই ব্যক্তি।

ইয়াসিন চিউকোর মায়ামিতে আসার পেছনে রয়েছে এক বিশেষ গল্প। ক্লাবটির সভাপতি ডেভিড বেকহ্যাম নিজেই তাকে ইউরোপ থেকে নিয়ে আসেন যুক্তরাষ্ট্রে। মেসি ইউরোপে খেলার সময়েই চিউকো’র সাথে পরিচয় ছিল সাবেক এই ইংলিশ ফুটবলারের। যুক্তরাষ্ট্রের স্টেডিয়ামগুলোতে সম্ভাব্য ঝুকি মোকাবিলায় চিউকো’কে যোগ্য মনে করেন তিনি।

মেসির নিরাপত্তার জন্য চিউকোর বেতন বার্ষিক ৩০ মিলিয়ন পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় যে পরিমাণ প্রায় ৪৯ কোটি টাকারও বেশি। এই আকাশছোঁয়া পারিশ্রমিক তাকে সবচেয়ে বেশি বেতন পাওয়া কর্মচারিতে পরিণত করেছে। সেই সাথে আয়ের দিক থেকে ক্লাবের অনেক ফুটবলারকেও ছাড়িয়ে গেছেন তিনি।

চিউকোর কাছে ভক্তের পরিচয় কিংবা বয়স কোনোটিই মূখ্য নয় চিউকোর কাছে। কেউ যদি অনুমতি ছাড়া মেসির কাছাকাছি পৌঁছানোর চেষ্টা করে, তখন দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এই দেহরক্ষী।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews