সোমবারই আর্জেন্টিনার চূড়ান্ত দল প্রকাশ করেছে ‘ওলে’ নামক একটি সংবাদ মাধ্যম। তারই ২৪ ঘন্টা না যেতেই রাশিয়া বিশ্বকাপের জন্য আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। বিশ্বকাপের ২১তম আসরকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেন দেশটির কোচ জর্জ সাম্পাওলি।
আর্জেন্টিনার জন্য ঘোষিত ২৩ সদস্যের দলে জায়গা হলো না ২৪ বছর বয়সী এই স্ট্রাইকার মাউরো ইকার্দির। প্রাথমিক দলে থাকলেও তাকে রাখা হয়নি চূড়ান্ত দলে।
ধারনা করা হয়েছিল চোটের কারণে চুড়ান্ত স্কোয়াড থেকে বাদ যেতে পারেন লুকাস বিলিয়ার। তবে আর্জেন্টাইন ফিজিওর সাড়ায় তাকেও দলে জায়গা করে দেন সাম্পাওলি।
বিশ্বকাপের এবারের আসরে ‘ডি’ গ্রুপের হয়ে খেলবে আর্জেন্টিনা। একই গ্রুপে আর্জেন্টিনার প্রতিপক্ষ দল গুলো হলো আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।
বিশ্বকাপে আর্জেন্টিনার ২৩ সদস্যের চূড়ান্ত স্কোয়াড:
গোলরক্ষক : সার্জিও রোমেরা, ফ্রাঙ্কো আরমানি, উইলি ক্যাবালেরো।
ডিফেন্ডার : গ্যাব্রিয়েল মার্কাদো, ক্রস্টিয়ান আনসালদি, নিকোলাস ওটামেন্ডি, ফেডেরিকো ফাজিও, মার্কস রোহো, নিকোলাস তালিয়াফিকো, মার্কস অ্যাকুনা, এডুয়ার্ডো সালভিও।
মিডফিল্ডার : হাভিয়ের মাসচেরানো, লুকাস বিলিয়া, এভার বানেগা, জিওভানি লো সেলসো, ম্যানুয়েল লানজিনি, এঞ্জেল ডি মারিয়া, ম্যাক্সি মেজা।
ফরোয়ার্ড: লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইন, ক্রিশ্চিয়ান প্যাভন, পাউলো দিবালা।