দীর্ঘ ২২ বছর পরে বার্সেলোনা ক্লাবকে বিদায় জানিয়েছের ফুটবল কিংবদন্তি আন্দ্রেস ইনিয়েস্তা। রবিবারই ক্যাম্প ন্যু ক্লাবকে বিদায় জানিয়েছেন এই ফুটবলার। এরপর থেকেই ফুটবল ভক্তদের মধ্যে প্রশ্ন উঠে এই স্পেনিশ ফুটবলারের ভবিষ্যৎ নিয়ে।
সব প্রশ্নের জবাব নিজেই দিলেন ইনিয়েস্তা। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন নিজের নতুন ঠিকানা হতে যাচ্ছে জাপানের ক্লাব ভিসেল কোবে।
আন্দ্রেস ইনিয়েস্তা ভিসেল কোবের মালিক মিকিতানির সঙ্গে তোলা দুইটি ছবি নিজের টুইটার একাউন্টে শেয়ার করেন। যার মধ্যে একটি ছবি ছিলো বিমানে উঠার আগে আর বাকি ছবিটি ছিলো বিমানে উঠার পরে।
প্রথম ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন,‘বন্ধুকে নিয়ে টোকিও যাচ্ছি।’ আর বিমানের ভেতের তোলা ছবিটির ক্যাপশনে লিখেছেন,‘বন্ধুর সঙ্গে নতুন ঘরে যাচ্ছি।’
ইনিয়েস্তার ‘নতুন ঘর’ ভিসেল কোব ক্লাবটির মালিক মিকিতানি হলেন রাকুতেনের প্রতিষ্ঠাতা। রাকুতেন প্রতিষ্ঠানটি ছিল ইনিয়েস্তার বার্সেলোনার স্পন্সর। এছাড়া নতুন ক্লাবে সতীর্থ হিসেবে পোডলস্কিকে পাবেন তিনি।