শচীন টেন্ডুলকার কি শুধুই কিংবদন্তি ব্যাটসম্যান? স্মৃতির পাতায় এখনও ঝলমলে হিরো কাপের সেমিফাইনালে শেষ ওভারে শচীন-জাদু। শচীন তখন সবে কৈশোর অতিক্রম করেছেন। পরবর্তী সময়ে হাতের ব্যাটকে তরোয়ালের মতো ঘোরানোর পাশাপাশি তিনি হাতের বলকেও ব্যবহার করেছেন অস্ত্রের মতো। দলের প্রয়োজনে বার বার নিজেকে প্রমাণ করেছেন শচীন টেন্ডুলকার। সেই শচীনকেই কী না কভার ড্রাইভ মেরে দিল মোহাম্মদ কাইফের ছেলে কবীর! স্বয়ং শচীনই সেই ভিডিও শেয়ার করেছেন টুইটারে।আসল সত্যিটা হল, শচীন কিন্তু বাস্তবে বলটি করেননি। কাইফ তনয় একটি প্লে স্টেশনে ব্যাট করছিল! সেখানেই একটি টিভি স্ক্রিনে বল হাতে দেখা যায় শচীনকে। আসলে বোলিং মেশিন থেকে বেরিয়ে এসেছিল বলটি। সেটাকেই সজোরে হাঁকায় কবীর। লিটল মাস্টার এই সুন্দর ভিডিওটি পোস্ট করেন টুইটারে। লেখেন— জুনিয়র কাইফ কভার অঞ্চল দিয়ে দারুণ ভাবে বলটাকে পাঠাল। এমন খেলাই চালিয়ে যাও।