ছয়টি মুসলিম দেশসহ মোট আটটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর কোনো বাধা নেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, তা আদালতের আদেশে আটকে গেছে।
বিবিসির এক প্রতিবেদনে বুধবার এ তথ্য জানানো হয়েছে।
সেখানে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞাটি বুধবারই কার্যকর হওয়ার কথা ছিল। তবে তার কয়েক ঘণ্টা আগেই হাওয়াই অঙ্গরাজ্যে ডেরিক ওয়াটসন নামের একজন বিচারক ট্রাম্পের ওই আদেশ আটকে দিয়েছেন।
এ আদেশ জারি করার সময় এখানে বলা হয়, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় অভিবাসী আইনের আওতায় প্রেসিডেন্ট এমন কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।
বিচারক ডেরিক ওয়াটসন এও বলেন, ১৫০ মিলিয়ন জাতীয়তার মধ্যে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য ক্ষতিকর হবে বলে যে কথা বলা হয়েছে কেবল এই ছয়টি নির্দিষ্ট দেশের নাগরিকেরা তার পক্ষে যথেষ্ট প্রমাণাদি নেই।
গত মাসে যে ঘোষণা দেওয়া এই নিষেধাজ্ঞার আওতায় ছিল, এই ছয়টি মুসলিম দেশের নাগরিকেরা। দেশগুলো হলো: সোমালিয়া, সিরিয়া, ইরান, লিবিয়া, ইয়েমেন, চাদ। এছাড়াও এই নিষেধাজ্ঞার আওতায় ভেনেজুয়ালা এবং দক্ষিণ কোরিয়াও ছিল।
তবে আদালতের নির্দেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা বাতিল হওয়ায়। সংশিষ্ট দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে আর কোনো বাধা নেই।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, তারা আদালতের দেওয়া এই আদেশের বিরুদ্ধে আপিল করবে।