পৃথিবী জুড়ে ভেসপা স্কুটারের খ্যাতি। বহুকাল আগে থেকেই এটি বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এতদিন আমদানি করা বাইক ভেসপা বাংলাদেশে মিলতো। যার বেশিরভাগ আসতো ভারত থেকে। অবশেষে অফিসিয়ালি ভেসপা বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করলো।
বাংলাদেশে ভেসপার নিজস্ব পরিবেশক কেআর ইন্ডাস্ট্রিজ। কেআর ইন্ডাস্ট্রিজ থেকে আসল ভেসপা পাওয়া যাবে।
ভেসপা ব্র্যান্ডের স্কুটার তৈরি করে পিয়াগো। এটি ইতালির প্রতিষ্ঠান। এটি যাত্রা করে ১৯৪৬ সালে। ভেসপা তাদের পেইন্ট ও স্টীল ইউনিবডি এবং ডিজাইনের জন্য বিখ্যাত।
শুরুতে বাংলাদেশের বাজারে বেশ কয়েকটি মডেলের ভেসপা পাওয়া যাবে। এগুলো হলো ভেসপা এলএক্স ১২৫, ভিএক্সএল ১২৫, এসএক্সএল ১২৫, ভিএক্সএল এলিগ্যান্ট এবং এসএক্সএল ১৫০। মডেল ভেদে এগুলোর দাম ১ লাখ ৭৭ হাজার থেকে ২ লাখ ৫৫ টাকার মধ্যে।
এসব মডেলের ভেসপার প্রত্যেকটিতেই ফ্রন্ট হুইলে ডিস্ক ব্রেক রয়েছে। কিছু মডেলে রিয়ারেও ডিস্ক ব্রেক রয়েছে। ফলে দুর্দান্ত কন্ট্রোলিং এবং উন্নত ব্রেকিং সিস্টেম উপভোগ করা যাবে।
ভেসপার স্কুটারগুলোর ফুয়েল ট্যাংকির জ্বালানির ধারণ ক্ষমতা ৭ লিটার। এতে সর্বোচ্চ ৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। স্কুটারগুলোতে সর্বোচ্চ ৯৫ কিলোমিটার টপ স্পিড পাওয়া যাবে।