আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলতে বৃহস্পতিবার সকাল দশটার ফ্লাইটে দেশ ছাড়লেন টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। ঢাকা ছাড়ার আগে তার কন্ঠে ছিলো সিরিজ জেতার লক্ষ্য।
আসন্ন সিরিজে আফগানিস্তানের বোলিং বিভাগ নিয়ে বেশ শঙ্কায় পুরো বাংলাদেশ টিম। তাদের আছে বিশ্বসেরা স্পিন জাদুকর রশিদ খান। যার স্পিন ঘূর্ণিতে যেকোন দলেরই অঘটন ঘটতে পারে। তাছাড়া র্যাংকিংয়েও টাইগাদের চেয়ে অনেকটা এগিয়ে তারা। সবকিছু মিলিয়ে আসন্ন সিরিজে আফগানদেরই এগিয়ে রাখা যায়।
তবে সবার প্রতিকুল চিন্তার মাঝেও টাইগার অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন নির্ভার। অনেকটা ভয় আর আশঙ্কা ছাড়াই আজ ঢাকা ছাড়লেন তিনি। যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে দাঁড়িয়ে আশাবাদী কন্ঠেই বলেছেন,‘আমাদের লক্ষ্য শুধু সিরিজ জয়। তবে আমরা ম্যাচ বাই ম্যাচ চিন্তা করতে চাই। প্রথম ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো করতে পারলে সিরিজ আমাদের দিকে থাকবে। আর সেই লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়ন করার কথাই আমরা ভাবছি।’
বাংলাদেশের বোলিং বিভাগের মূল ভরসা মোস্তাফিজুর রহমান। আর আফগানদের সঙ্গে পাল্লা দেওয়ার লড়াইয়ে বাংলাদেশ টিমে তার কোন বিকল্প নেই। কিন্তু চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেলেন মোস্তাফিজ।
দেরাদুনে তাকে মিস করছে পুরো টাইগার শিবির। বাদ নন অধিনায়ক সাকিবও। মোস্তাফিজকে নিয়ে তিনি জানান, ‘আফগানিস্তান সিরিজে আমরা মোস্তফিজকে অনেক বেশি মিস করবো। কারণ সে আমাদের দলের অনেক গুরুত্বপূর্ণ বোলার।’