1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
রবিবার, ১৫ জুন ২০২৫, ০৮:০১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
রিয়াল মাদ্রিদে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার ফ্র্যাঙ্কো মাস্তানতুয়োনো ৪ দিনে বাসে অতিরিক্ত আদায়কৃত ১ লাখ ৬০ হাজার টাকা ভাড়া যাত্রীদের ফেরত উত্তরায় র‍্যাব পরিচয়ে নগদ-এর ডিস্ট্রিবিউটরের এক প্রতিনিধিদের কাছ থেকে টাকা ছিনতাই টানা ১৮ দিন বন্ধ থাকার পর চালু হলো জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল দাম নিয়ে আড়তদারদের আশ্বস্ত করলেন ট্যানারি মালিকরা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এখন ভারতে লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের মধ্যকার বৈঠকে নির্বাচন ও সংস্কার ইস্যু গুরুত্ব পাবে ভারতের বিধ্বস্ত বিমানে বিদেশি আরোহী ছিলেন ৬১ জন ভারতের বিধ্বস্ত হওয়া বিমানটিতে ছিলেন গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী বিজয় রূপানি ভারতের গুজরাটের আহমেদাবাদে ২৪২ জন আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

লিবিয়া উপকূলে শরণার্থীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০০

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ১ জুলাই, ২০১৮

ইউরোপে অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের বহনকারী একটি নৌকা লিবিয়া উপকূলে ডুবে গেছে। এতে শতাধিক আরোহী ছিলেন। তাদের ১৬ জনকে উদ্ধার করা হলেও বাকি সবাই নিখোঁজ রয়েছে। আশঙ্কা করা হচ্ছে, সাগরে তাদের অন্তিম সমাধি ঘটেছে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
শুক্রবার লিবিয়া উপকূলে শরণার্থীবাহী একটি নৌকা ডুবে যায়। লিবিয়ার কোস্টগার্ড সেখান থেকে ১৬ শরণার্থীকে উদ্ধার করেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, ডুবে যাওয়ার আগে নৌকাটির ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। এতে নৌকাটি বিকল হয়ে আগুন ধরে যায়। এছাড়া নৌকাটিতে ধারণক্ষমতার অনেক বেশি আরোহী ছিলেন। উদ্ধারকৃত শরণার্থী আমরি সালেহ বলেন, পূর্বে আমাকে বলা হয়েছিল নৌকায় মাত্র ২০ জন যাত্রী থাকবে। কিন্তু অনেক বেশি আরোহী দেখে আমি নৌকায় উঠতে অস্বীকৃতি জানাই। অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক আমাকে নৌকায় তোলে মানব পাচারকারীরা।’ তিনি ইয়েমেনের অধিবাসী। দুর্ঘটনার বিষয়ে আমরি বলেন, আমি বন্ধুদের হারিয়েছি। তাদের পাঁচজনই নিখোঁজ। আরেক শরণার্থী বাকারি বদি বলেন, যাত্রার শুরুতে এক আরোহী পানিতে পড়ে যায়। পরে সে সাঁতার কেটে আবার নৌকায় উঠে। আরোহীরা নৌকার মাঝিকে লিবিয়ায় ফিরে যেতে বলছিলেন। এমন সময় আমাদের ইঞ্জিনে বিস্ফোরণ ঘটে। এত বেশিরভাগ আরোহী আঘাত পান। দুর্ঘটনা সময় নৌকাটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি। তবে উদ্ধারকৃত শরণার্থীরা বলছেন, তাদের সঙ্গে ১৪ শিশু ও ১৫ নারী ছিলেন।
লিবিয়া উপকূল দিয়ে শরণার্থীদের ইউরোপে প্রবেশের প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আফ্রিকার শরণার্থীরা প্রায়ই ভূমধ্যসাগর পাড়ি দিয়ে এই পথে ইউরোপে প্রবেশ করে। সাগরের উত্তাল ঢেউয়ের কবলে পড়ে তাদের ইঞ্জিনচালিত নৌকা প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। গত বছর থেকে এখন পর্যন্ত এই পথ ব্যবহার করে ইউরোপে পাড়ি জমিয়েছে প্রায় দেড় লাখ শরণার্থী।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম
Theme Customized BY LatestNews