জনপ্রিয় সিনেমা ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’কে স্মরণ করলেন নায়ক রিয়াজ। ৯ বছর আগে এ দিনে মুক্তি পেয়েছিল সিনেমাটি। মূলত ‘হৃদয়ের কথা’র সাফল্যের রেশ ধরে রিয়াজ-পূর্ণিমা জুটিকে নিয়ে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ নির্মাণ করেন এসএ হক অলিক।
এ নিয়ে রিয়াজ অফিসিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার লেখেন— “শুভ জন্মদিন ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’।
পরিচালক এসএ হক অলিক ২০০৬ সালে ‘হৃদয়ের কথা’ ছবির ব্যাপক সাফল্যের পর নির্মাণ করেন ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবিটি।
মাল্টিকাস্ট ছবি ছিল ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। নায়করাজ রাজ্জাক, শর্মিলী আহমেদ, দিতির মতো গুণী শিল্পীরা কাজ করেছিল। প্রেম, দুই পরিবারের আবেগ, সুখ আর দুঃখ— সব মিলিয়ে পরিবার নিয়ে দেখার মতো ছবি ছিল।
এমন কিছু সুন্দর লোকেশনে ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’ ছবির শুটিং করা হয়েছিল যা অন্য কোন ছবিতে আগে দেখা যায়নি।
গান, লোকেশন সবকিছুতে ছিলো চমক আর নতুনত্ব।
ছবিটি রিলিজের পর টানা বৃষ্টি অপেক্ষা করে দর্শক সিনেমাহলে ভিড় করেছিল। ২০০৮ সালের সুপার হিট ব্যবসা করা একটি ছবি ছিল ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’। বিশেষ দিনে সবার জন্য বিশেষ ভালোবাসা রইল।”
গল্প ও নির্মাণের পাশাপাশি ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’র গানগুলো শ্রোতাদের সমাদর লাভ করে। এর মধ্যে রয়েছে হাবিব ওয়াহিদ ও ন্যানসির কণ্ঠ দেওয়া ‘পৃথিবীর যত সুখ’ ও ‘হাওয়ায় হাওয়ায় দোলনা দোলে’ এবং এসআই টুটুলের ‘নজর না লাগে যেন’।
বছর দেড়েক আগে সিনেমাটি ইউটিউবে আপ করা হয়েছে। ইতোমধ্যে দেখা হয়েছে ১১ লাখের বেশিবার।