1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১০:০৯ পূর্বাহ্ন

সার কারখানায় গ্যাসের দাম বাড়ল দ্বিগুণের কাছাকাছি, কার্যকর ১ ডিসেম্বর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

অর্থনীতি ডেস্ক:     সার উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ইউনিট ১৬ টাকা থেকে বাড়িয়ে ২৯ দশমিক ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) বিকেলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এই দাম ঘোষণা করে। নতুন দাম ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এর আগে গত ৬ অক্টোবর গণশুনানিতে পেট্রোবাংলা ও গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো প্রতি ইউনিট গ্যাসের দাম ১৬ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা করার প্রস্তাব দিয়েছিল। সেই সময় বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ বলেন, “গ্যাসের দাম নির্ধারণে সবদিক বিবেচনা করে ভারসাম্য রাখতে হবে। দাম বেড়ে গেলে সারের উৎপাদন খরচ বাড়বে, যা কৃষি খাতকে প্রভাবিত করতে পারে। খাদ্যের নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়ও আমাদের বিবেচনায় রাখতে হবে। এলএনজি আমদানের খরচও গুরুত্বপূর্ণ।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মো. আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল (অব) শাহীদ সারওয়ার এবং সৈয়দা সুলতানা রাজিয়া। গণশুনানিতে কমিশনের কারিগরি কমিটি প্রতি ইউনিটের জন্য ৩০ টাকার মতো দাম প্রস্তাব করেছিল। পেট্রোবাংলার প্রস্তাবে বলা হয়, দাম বাড়ালে বাড়তি ৭ কার্গো এলএনজি আমদানি করে সারের সরবরাহ নিশ্চিত করা হবে।

বর্তমানে প্রতি কেজি ইউরিয়া সারের উৎপাদন খরচ পড়ছে প্রায় ৩৮ টাকা, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে ২৭ টাকায়, আর বিসিআইসি ডিলারদের কাছে বিক্রি হচ্ছে ২৫ টাকায়। এতে কেজি প্রতি ১৩ টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে। নতুন গ্যাস দামের প্রভাবে ভবিষ্যতে সারের উৎপাদন খরচ ও বাজারে দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews