আনসার ভি,ডি,পির পক্ষে মিলাদ ও দোয়া !
প্রতিনিধির নাম :
-
আপডেট এর সময় :
রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

- শারমিন আক্তার ঃ নারায়ণগঞ্জ সদর উপজেলা, আনসার কম্পানি কমান্ডার মোহাম্মদ আবুল কালাম আজাদ, এর বাবা মোহাম্মদ আবুল কাশেম (খলিফা) গত ১-১২-২০২০ তারিখে মৃত্যুবরণ করেন। তার
- বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন সদর আনসার ভিডিপি । এর পক্ষ থেকে, শনিবার সন্ধ্যায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।এ সময় মাহফিলে উপস্থিত ছিলেন। মোঃ আবুল কালাম আজাদ (আনসার কোম্পানি কমান্ডার), মোঃ হযরত আলী খান,( ইউনিয়ন আনসার কমান্ডার), মোঃ জাহাঙ্গীর আলম, (উপজেলা সহ আনসার কোম্পানি কমান্ডার), মোহাম্মদ সাজু ইসলাম,( সহ সাধারণ সম্পাদক), মোঃ হুমায়ুন কবির,( প্রচার সম্পাদক)সহ আনসার ভিডিপির সদস্য বৃন্দরা। মিলাদ ্ও দোয়া আয়োজিত হয়েছে নারায়ণগঞ্জ এনায়েত নগর,ফতুল্লা আনসার ভি,ডি,পি ক্লাবে ।
পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন
এই বিভাগের আরো সংবাদ