ঢাকা-ময়মনসিংহ রেলরুটের গাজীপুর সিটি করপোরেশনের ধীরাশ্রম এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত হয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ রকিবুল হক জানান, শনিবার সকালে ধীরাশ্রম এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় ওই যুবক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সকাল ৯টার দিকে মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
পুলিশ কর্মকর্তা জানান, নিহতের পরনে কালো রঙের জিন্স প্যান্ট ও আকাশি চেক শার্ট রয়েছে।