জীবন নিউজ: গত রাত ১১.৩০ মিনিটের সময় দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার বাগেরহাট ব্যুরো চীপ মেজবা আহম্মেদ ফয়সালের বাড়িতে হানা দেয়। মেজবা আহম্মেদ ফয়সাল বাড়িতে না থাকায় আব্দুল কাদের মোল্লা, একরামুল মোল্লা, আলী আকবর শেখ, আমিনুর শেখসহ নাম না জানা সাথে আরো ২/৩ জন মিলে মেজবা আহম্মেদ ফয়সালের শিশু কন্যা এবং তার স্ত্রীকে জোর করে তুলে নিয়ে যায়। এখন এই সন্ত্রাসীরা আমার স্ত্রী ও সন্তানকে প্রাণে মারার হুমকি প্রদান করিতেছে। এমতাবস্থায় মোল্লাহাট থানায় একটি সাধারণ জি.ডি হয়। জি.ডি নং- ৪৭০ এবং এব্যাপারে বাগেরহাট প্রেসক্লাবকে অবহিত করা হইয়াছে। আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। আমি আমার জীবন মৃত্যু নিয়ে যুদ্ধ করে যাচ্ছি। আমি একজন গরীব অসহায় সাংবাদিক জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন আমার স্ত্রী সন্তানকে ফিরিয়ে দেওয়ার জন্য। আর এই সমাজের দুসচরিত্র ও সন্ত্রাস লোকগুলোকে আইনের আওতায় নেওয়ার জন্য জোর দাবী রাখা হল আপনার কাছে। আমার স্ত্রী-সন্তান ছাড়া আপন কেউ নাই। তাই আপন জনের কষ্ট আপনি জানেন যে আপনজন কাছে না থাকলে কত কষ্ট হয়। আমার স্ত্রী সন্তানকে ফিরিয়ে দিন।