জীবন নিউজ ডেস্ক: ব্রহ্মপুত্র নদের পানি শিং জিয়াং প্রদেশে নিতে টানেল তৈরির খবর বানোয়াট বলে জানিয়েছে চীন। মঙ্গলবার দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিয়িং খবরটিকে মিথ্যা ও ভুল বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, আন্তঃদেশীয় জলধারা নিয়ে সহযোগিতাকে গুরুত্ব দেয় চীন। এই ধরনের টানেল তৈরির কোনো পরিকল্পনা নেই।
সোমবার হংকংয়ের সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে জানানো হয়, চীন ব্রহ্মপুত্রে একহাজার কিলোমিটার দীর্ঘ টানেল নির্মাণের পরিকল্পনা করছে। এ নিয়ে বিজ্ঞানীরা কাজও শুরু করেছেন।